এক নজরে ৬৬ বছর
পুস্তিকা বিতরণ | নতূন কোর্স প্রেরণ | নতূন নিয়ম উপহার | পবিত্র বাইবেল উপহার |
২,৬০৭,২৫১ | ১,৪১৭,৬৭৯ | ৫৮,৩৮২ জন | ৩৯,৯৮০ জন |
২৬ মার্চ, ১৯৫৮ সালে বৃটিশ নাগরিক মিস. মেরী ম্যাকডুনাল্ড এর উদ্যোগে ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলায় বাংলাদেশ ডাকযোগে বাইবেল স্কুলের যাত্রা শুরু হয়। প্রথম দিকে দুজন বাঙালি যুবক তার এই কাজে সহযোগিতা প্রদান করেন। আইসিএফ (ইন্টারন্যাশনাল খ্রিষ্টিয়ান ফেলোশিপ) এর দুটি প্রকল্প ছিল যথাক্রমে- বাংলাদেশ বাইবেল করসপনডেন্স স্কুল (বিবিসিএস) এবং ওয়াইসিডব্লিউ। কিন্তু স্বাধীন বাংলাদেশে আইসিএফ এসআইএম নামে কার্যক্রম শুরু করে।
প্রথম দিকে ‘পরিত্রাণের উপায়’ নামক বইটির মাধ্যমে বিসিএস কোর্স শুরু হয়। পরবর্তীতে এর সাথে সময় ও প্রয়োজনে আরো কোর্স যুক্ত হতে থাকে।
বাংলাদেশ ডাকযোগে বাইবেল স্কুলে বিভিন্ন সময় যারা পরিচালক হিসেবে কাজ করেছেন তাদের মধে, রেভা: এডওর্য়াড ওয়েলস, ড. ফিল পার্শেল, মি.পল থমাস, মি. রুলস, মি. এডওয়ার্ড চ্যালেন, মি. যোনাথন পল হারল্যান্ড, মি. জেমস শিমসন, মি. বিল বার্নেড, মি. লুইস ভার্লী, মি. নীল মিলার, মি. জিম ড্রেসনার এবং পাস্টর তরুন চাম্বুগং এর নাম উল্লেখযোগ্য। এদের মধ্যে পল হারল্যান্ড দীর্ঘ সময় (১০ বছর) এই স্কুলের পরিচালনায় ছিলেন।
১৯৯৬ সালের কথা। বিবিসিএস পরিচালনার জন্য কোন তহবিল ছিল না। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু মি. পল হারল্যান্ডের মা তার অবসর কালে সারা জীবনের জমানো অর্থ এই স্কুলের জন্য দান করেন। তার অনুদানেই বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা পায় স্কুলটি। পল হারল্যান্ডর প্রয়াত মাকে আন্তরিকতা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।
প্রথম দিকে বিসিএস এর কোর্স দুই ভাগে বিভক্ত ছিল- খোদার পথ ও বাংলাদেশ ডাকযোগে বাইবেল স্কুল। খোদার পথে যে বইগুলো পাঠ্য ছিল সেগুলো হলো: আল তৌরাত ও আল জবুর, ঈসা মশীহের জীবন, খোদার পরিকল্পনা এবং ঊদ্ধারের উপায়।
বাংলাদেশ ডাকযোগে বাইবেল স্কুলে যে বইগুলো পাঠ্য ছিল: সৃষ্টির আদিতে, যীশু খ্রীষ্টের জীবন, সনাতন ধর্ম, পরিত্রানের উপায়, মথি লিখিত সুসমাচার, যোহন লিখিত সুসমাচার, খ্রীষ্টিয় জীবনের ভিত্তি, দৈনন্দিন জীবন এবং মনুষকে ঈশ্বরের পথে আনা। এগুলোর বেশীরভাগ এখনো পাঠ্য হিসেবে আছে এবং কিছু নতুন যুক্ত হয়েছে। তবে খোদার পথ সিরিজের কোর্সগুলো বিবিসিএস এর মাধ্যমে আর পরিচালনা করা হয় না।
বাংলাদেশের বিভিন্ন চার্চ, হোস্টেল ও জনপদ থেকে বিসিএস এর ছাত্রছাত্রী সংগ্রহ করা হয়। বাইবেল সম্পর্কে জানতে আগ্রহীরা আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
বর্তমানে বিসিসিএস এর কোর্সগুলো হলো যথা ক্রমে:
প্রাথমিক ধাপ |
মাধ্যমিক ধাপ |
উচ্চতর ধাপ |
আদিপুস্তক সনাতন ধর্ম যোহন লিখিত সুসমাচার পরিত্রাণের উপায় |
প্রেরিতদের কার্যবিবরণ খ্রীষ্টিয় জীবনের ভিত্তি দৈনন্দিন জীবন মানুষকে ঈশ্বরের পথে আনা |
যদি কোন ছাত্রছাত্রী ডাকযোগে কোর্স সম্পাদন করেন তাহলে তারা আমাদের ব্যবহারিক বাইবেল শিক্ষা কার্যক্রম বা প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম এ ভর্তি হতে পারেন। |
প্রতিটি ধাপ করলে সার্টিফিকেট এবং বাইবেল ও ধর্মীয় বিভিন্ন বই উপহার প্রদান করা হয়। সম্পূর্ণ কোর্স শেষ করার পর একটি বিসিএস ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হয়।