মাধ্যমিক স্কুলের (ষষ্ঠ-দশম শ্রেণী) ছাত্রছাত্রীদেরকে সপ্তাহব্যাপী কিছু বিষয়ে সচেতন করা ও নৈতিকতা বিষয়ে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে বাংলাদেশ ডাকযোগে বাইবেল স্কুল স্কুল ক্যাম্প করে আসছে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিসিএস স্কুল ক্যাম্প পরিচালনা করছে। ইতোমধ্যে ৮টি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্কুল ক্যাম্পে যা করা হয়-
- সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত: আর্ট ও হস্ত শিল্প, নাচ ও গান, নৈতিকতা বিষয়ক নাটিকা ও তা থেকে শিক্ষা দান।
- দুপুর ১ টায় দুপুরের খাবার
- ১:৩০ থেকে ৩ টা পর্যন্ত তথ্য প্রযুক্তি ব্যবহার
- বিকাল ৩টা থেকে ৫টা: আন্ত:শ্রেণী ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট।
এসব কার্যক্রমের মাধ্যমে একটি সপ্তাহ স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশ প্রদান করা হয়। যার ফলে তারা মানসিক প্রশান্তি পায় ও দলীয় কাজ করার মাধ্যমে দলগত অনুপ্রেরণা লাভ করে।
তাছাড়াও, কিশোর বয়সে তারা যা তাদের বাবা, মা কিংবা অতি পরিচিত মানুষদের কাছে বলতে সুযোগ পায় না কিংবা না বলতে পেরে একটা অশ্বস্তিকর পরিস্থিতিতে ধুকতে থাকে তাদের জন্যও এই সপ্তাহে ব্যাপী আয়োজন বিশেস সুযোগ সৃষ্টি করে। তারা তাদের বন্ধুদের সাথে এবং আমাদের স্বেচ্চাসেবকদের সাথে নানা বিষয় বলার ও সমাধান পাওয়ার চেষ্টা করে।
এই পর্যন্ত আমরা যতগুলো ক্যাম্প করেছি সেসব ক্যাম্প এর ছাত্রছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি ও অভিভাবকবৃন্দদের কাছ থেকে যথেষ্ট উৎসাহমূলক মন্তব্য ও তাদের স্থানীয় সহযোগিতা পেয়েছি।